বর্ষার সুর
বিচিত্র কুমার
বর্ষার মেঘের কোলে, গানের সুর গুনগুন করে,
যেন নদীর জল কাঁপে, মনে হয়, জীবন গায়।
নিষ্প্রাণ প্রকৃতির হৃদয়ে, ঘূর্ণি লাগে সজল নীর,
বৃষ্টি এসে যায়, প্রেমের মতো, সবুজে করে ছেয়ে।
ধানের বীজে, স্বপ্নের কল্পনা, আশার দান,
মাটি হয়ে যায়, ধনীর হৃদি, স্নিগ্ধতার অবধান।
মেঘের সাদা গদির মতো, বাঁশের পাতায় শিশির,
বৃষ্টি পড়লে মনে হয়, চাঁদের ছায়া, মিলনের মিসির।
বর্ষার গায়ে, রঙিন মেঘের শাড়ি, মায়াবী রূপ,
প্রকৃতির অঙ্গনে, কাঁপে সবুজের রূপ।
গ্রীষ্মের তৃষ্ণা মিটিয়ে, রসে ভরায় দুনিয়া,
যেন প্রেমিকের কথা শুনে, ফুলের হাসি, প্রেমের দুনিয়া।
পাতার কণ্ঠে, গেয়ে ওঠে সুর, গুনগুনানির গান,
বৃষ্টির বোঁটা যেন, কাব্যের মত, নাচে প্রাণ।
মাটির গন্ধে শ্বাস নিই, জীবন ফিরে আসে,
পল্লী বর্ষা, হৃদয়ে বাজে, প্রেমের মতো বাজে।