ছন্দ নদীর তীরে
শাহজালাল সুজন
হৃদয় চিরে গান লিখেছি
চোখের অশ্রু দিয়ে,
মন বাগানে ভ্রমর এসে
ছন্দটা যায় দিয়ে।
হঠাৎ যখন কালো মেঘে
আকাশটা যায় ছেঁয়ে,
মন গহীনে জোনাক জ্বলা
আলো আসে ধেয়ে।
আর কতকাল অভিমানে
থাকবে তুমি দূরে,
পাখির সাথে নিরব রাতে
গান গেয়ে যায় সুরে।
আলো আঁধার সন্ধিক্ষণে
তোমার ছবি দেখি,
প্রেমের নেশায় মত্ত হয়ে
বিচ্ছেদ গানটা লেখি।
গানের সুরে ডাকি তোমায়
এসো প্রিয়া ফিরে,
কাটা অক্ষর গানের ভাঁজে
ছন্দ নদীর তীরে।