রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বদলগাছীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দূর্গোৎসব ইসলামপুর স্বেচ্ছাসেবী সংগঠন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান লিমন পরিষদ জকিগঞ্জে প্রতিমা বিসর্জনে ভারত-বাংলার দুই তীরে সম্প্রীতির মিলনমেলা পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান,প্রশাসনের কঠোর হুশিয়ারী নলছিটিতে ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ বাঘায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নাগেশ্বরীতে নিচ্ছিদ্র নিরাপত্তায় প্রতিমা বিসর্জন ছুটি কাটিয়ে গন্তব্যে ফিরছে পর্যটক,কুয়াকাটায় শতাধিক কোটি টাকার বেচাকেনা আত্রাইয়ে বিদ্যুতায়িত হয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

খেলাধুলা সবারই মন ভালো রাখে : সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, খেলাধুলা সবারই মন ভালো রাখে।তাই মাঝেমধ্যেই খেলাধুলার আয়োজন খুব প্রশংসনীয়।খেলাধুলার মাধ্যমেই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে।দেশকে মাদকমুক্ত করতে ছাত্র-যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মন ভালো রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাই মন দিবে।তাহলে শরীর-মন অনেক ভালো থাকবে।তোমরাই আগামীদিনের ভবিষ্যৎ একথা সবসময় মাথায় রাখবে।আর তোমরাই পারো দেশের চিত্র পাল্টে দিতে।

নন্দীগ্রাম কিশোর ক্লাবের আয়োজনে রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৪ গ্রান্ড ফাইনাল ম্যাচ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি ওই কথাগুলো বলেন।

নন্দীগ্রাম কিশোর ক্লাবের সভাপতি আল-মাসুম রুনুর সভাপতিত্বে উক্ত ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক হুমায়ুন কবির।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, বিএনপি নেতা সুশান্ত কুমার সরকার শান্ত, জহুরুল ইসলাম, প্রভাষক আব্দুল বারী বারেক, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, নিরাপদ সড়ক চাই এর উপজেলা শাখার সভাপতি ও যুবদল নেতা জামাল হোসেন, থানার এসআই নাজমুল হক, সরোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম অপু ও আবু সাঈদ মিলন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুব দলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী ও সাংগঠনিক সম্পাদক আল-আমিন প্রমুখ।

উক্ত ফাইনাল ম্যাচে হাটলাল গ্রামের সামিউর রহমান তুষারের দল ৩-১ গোলে কুন্দারহাটের মদিনা ডিপার্টমেন্টাল স্টোর দলকে পরাজিত করে।

পরে সন্ধ্যায় বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com