ঝালকাঠির নলছিটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ভাঙাচোড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে নলছিটি বাস স্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন আয়োজন করা হয়।
এ মানববন্ধনে ভুক্তভোগী জনতাসহ, কৃষক, শ্রমিক, দিনমজুর, ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
এতে বক্তারা তাদের দূর্ভোগের কথা তুলে ধরেন। উন্নয়ন কাজ না করে অর্থ লুটপাটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। এছাড়াও নলছিটি পৌরসভার গত দশ বছরের আয় ব্যায়ের কোনো হিসাবের কাগজপত্র, প্রাপ্ত বরাদ্দ এবং তা খরচের গৃহীত প্রকল্পের কোনো ফাইলপত্র পৌরসভায় না থাকায় ক্ষোভ এবং বিস্ময় প্রকাশ করেন তারা।
আগামী তিন দিনের মধ্যে গোপন করা ফাইল ফেরতদিতে মেয়র, কাউন্সিলর ও জড়িত কর্মচারিদের প্রতি আহবান জানানো হয়।কর্তৃপক্ষের নিকট ফেরত না দিলে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার হুশিয়ারি দেন বক্তারা।
এতে বক্তব্য রাখেন বক্তব্য খলিলুর রহমান, এফ এইচ রিভান, সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য, ব্যবসায়ী মনির হোসেন, আকশ তালুকদার, ছাত্র জনতার পক্ষে খালিদ সাইফুল্লাহ সহ আরও অনেকে।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে কৃষক, শ্রমিক, দিন মজুর, ছাত্র জনতার প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।