পাবনার নবাগত জেলা প্রশাসক মফিজুল ইসলাম এর সাথে ঈশ্বরদীতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস।
বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম, পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, উপজেলা বিএনপি’র আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মফিজুল ইসলাম বলেন, আমরা জনগণের সেবক। আমাদের দ্বারা মানুষ যাতে হয়রাণির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
প্রকৌশলী এনামুল কবীর, উপজেলা জাময়াতের আমির ডা: নুরুজ্জামান প্রামাণিক, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আজমল হোসেন সুজন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রেসকাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক ববি সরদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফজলে রাব্বি সিয়াম, রাফিউল ইসলাম অন্তু প্রমূখ এসময় বক্তব্য রাখেন।