ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি’র কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনকল্পে রাজধানীর একটি রেস্তোরাঁয় কেন্দ্রীয় ও জেলা নেতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি’র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন নিয়ে ব্যাপক আলোচনা হয়।
জাতিসংঘে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এর ভাষণের প্রতি গভীর আস্থা ও সংহতি প্রকাশের পাশাপাশি অধিকাংশ নেতৃবৃন্দ বৈশ্বিক পরিস্থিতির প্রতি আলোকপাত করে।যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা অর্জনের লক্ষ্যে দেশের যুব সমাজকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি জোরালো ভাবে আহবান জানান নেতৃবৃন্দ।
এ বিষয়ে এনসিবি’র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর বলেন, যে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে নারী পুরুষ সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিলে দেশের ক্রান্তিকালে ও বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের জনগণের জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা ও নিরাপত্তায় সময়োপযোগী কার্যকরী ভূমিকা রাখতে পারবে, সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত যুব সমাজ।পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ জনগণকে অস্ত্রধারী ক্ষুদ্র বাহিনীর কাছে জিম্মি করতে পারবে না।ফলে দেশের আইন শৃঙখলা পরিস্থিতির উন্নতি ঘটবে।
এছাড়াও সরকারের প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি একটি সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত বিশাল গণফৌজ বা রিজার্ভ বাহিনীও গড়ে উঠবে।এতে বিশ্বব্যাপী একটি আধুনিক রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করবে বাংলাদেশ।যা দেশের যেকোনো পরিস্থিতিতে অগ্রণী ভূমিকা পালন এবং মঙ্গলজনক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কাজী ছাব্বীর।
এনসিবি’র ভারপ্রাপ্ত মহাসচিব ইকবাল হাসান স্বপনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এনসিবি’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান শেখ জামাল উদ্দিন, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ, নীলা ফেরদৌসী, নন্দিনী লুইজা, মাওলানা লুৎফর রহমান আব্বাসী, মহিন উদ্দীন, শেখ সাবিদ আব্দুল গাফফার, জিএসএম সেলিম রেজা, যুগ্ম মহাসচিব আনোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক কবি আরিফুজ্জামান জুলহাস ও শামসুদ্দিন রতন প্রমুখ নেতৃবৃন্দ।