নওগাঁর আত্রাই থানার নবাগত ওসি সাহাবুদ্দিন আত্রাই থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
আজ রোববার থানা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের আত্রাই উপজেলা সংবাদদাতা ফরিদুল আলম পিন্টু, সিনিয়র সহ-সভাপতি দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি মুজাহিদ খান, সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি ওমর ফারুক, কার্যনির্বাহী সদস্য দৈনিক নয়াদিগন্তের উপজেলা সংবাদদাতা রুহুল আমিন, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি আব্দুল মজিদ মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় নবাগত ওসি সাহাবুদ্দিন এ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে সাংবাকিদের সহযোগিতা কামনা করেন।