তাড়াশে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা কার্যকরী পরিষদের এর পূর্ণাঙ্গ কমিটি গঠন, শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের উপজেলা(অস্থায়ী) কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আল মামুনের এর সভাপতিত্বে এ শপথ গ্রহণ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন, পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটি তাড়াশ উপজেলা শাখার সদর আলহাজ্ব মাওঃ আবুল কাশেম।
উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক হাঃ এনামুল হাসান ইমরানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার সভাপতি এইচ এম মাহবুবুর রহমান।
এছাড়া অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ রহমাতুল বারী।এছাড়াও উপজেলা যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতি ইসলামী আন্দোলনের উপজেলা নির্বাহী পরিষদের ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন এবং দায়িত্বশীলদের কে শপথ বাক্য পাঠ করান।
ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে (প্রভাষক) হাফেজ মাওলানা আল মামুনকে সভাপতি, মাওলানা আবুল কাশেমকে সিনিয়র সহ সভাপতি, মাওলানা আব্দুস সালাম ওসমানীকে ২নং সহ সভাপতি, মাওলানা জয়নুল আবেদিনকে ৩নং সহ সভাপতি, হাফেজ এনামুল হাসান ইমরানকে সেক্রেটারি, মাওলানা আরিফুল ইসলাম নাদিমকে জয়েন সেক্রেটারি, মাওলানা আবু ওবায়দাকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, হাফেজ মাওলানা মাহবুবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, মুফতি মহররম আলীকে প্রচার ও দাওয়াহ বিষয় সম্পাদক, মুফতি নাজমুল ইসলামকে দপ্তর সম্পাদক, মাওলানা জাহিদুল ইসলাম লিটন অর্থ ও প্রকাশনা সম্পাদক, মাওলানা আব্দুল আলিমকে প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা জাহাঙ্গীর আলম আরেফীকে ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, ক্বারী মাওলানা মোহাম্মাদ আলীকে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ডাক্তার মোজাহারুল ইসলামকে আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, মাওঃ শহিদুল ইসলামকে কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক, হাঃ ফেরদৌস জামান মুকুলকে মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক, মুফতি আমিরুল ইসলামকে ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, মাওলানা তোফাজ্জল হোসাইনকে সংখ্যালঘু বিষয়ক সম্পাদক, হাফেজ মাওলানা রেজাউল করিমকে শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, ডাঃ মো: হাসামুদ্দিন হায়দারকে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মইনুল ইসলামকে সহ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক, হাফেজ আব্দুল মাজেদকে সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক, মুফতি জাকারিয়া হোসাইনকে সহ প্রশিক্ষণ সম্পাদক, হাফেজ আল আমিন (শ্যামপুর), হাফেজ আল আমিন (সান্দুরিয়া), হাফেজ আব্দুস সামাদ (বারুহাস), আবু রায়হান (কহিত), আব্দুল হামিদ, শহিদুল ইসলাম (মানিকচাপড়), মুসলিম উদ্দিন (চারমাথা) ও মকুল হোসেন (ভাদাস) কে সদস্য করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।