কবিতাঃ মনুষ্যত্বের অভাব
লেখকঃ মোঃ মাহমুদুল হাসান
মানুষ মানুষের বিচ্ছেদের এক মাএ কারন অর্থ আর স্বার্থ
অর্থ আর স্বার্থের জন্য মানুষ ভুলতে পারে রক্তের বাঁধন!!
মরন যখন করিবে বরন থাকবে না তোর অর্থ আর স্বার্থের গরম,
হে মানব তুই মরার পরে তোর লাশটা বহন করবে তোর প্রিয় জন।
আত্মীয় স্বজনের বন্ধন মানুষ ভেঙ্গে দিছে এক নিমিষে i
এখন মানুষ ঘুরে অর্থ আর স্বার্থের পিছে।
শিক্ষিত লোকের অভাব নাই সুশীল সমাজের মাঝে!!
আসল শিক্ষা তো মানব তোর মনুষ্যত্বের কাছে
আমি কবি বলে গেলাম জীবনে মনুষ্যত্ব অর্জন করলে,
এ সমাজে তোর সন্মান বেড়ে যাবে দিগুণ হারে।