বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহতদের লিস্ট তৈরি করা হচ্ছে।আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুক পারছি সহযোগিতা করছি আহত ও নিহতদের পরিবারকে।পরবর্তীতে বিএনপি সরকারের পক্ষ থেকে সকলের পাশে দাঁড়াবো।এ লক্ষ্যে আমরা সাভারে আহত ও নিহতদের লিস্ট তৈরি করা হচ্ছে।
সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং চিকিৎসাধীন সকলের সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আরো বলেন, বিগত বছরগুলোতে কোথাও কোন বিশৃঙ্খলা হলেই সেটা দায় চাপিয়ে দেওয়া হতো বিএনপি নেতাকর্মিদের উপর।আজ এই ছাত্র সমাজের ত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি।আমরা তাদের প্রতিদান দেওয়ার চেষ্টা করব।
বিকালে বনগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে কোন্ডা উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণ এ দোয়া ও মিলাদ মাহফিল হয়।
এ অনুষ্ঠানে বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।