জকিগঞ্জে দীর্ঘদিন পর রবিবার বাসস্ট্যান্ডে জামায়াতে ইসলামির ব্যানারে প্রকাশ্যে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করতে যাচ্ছে সংগঠনটি।এ উপলক্ষে সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে।
সীরাতুন্নবী (স.) মাহফিল সফলের লক্ষে শনিবার বাদ মাগরিব উপজেলা জামায়াত কার্যালয়ে জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন নেতারা।
মতবিনিময় সভায় উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি সরোয়ার হোসেন বলেন, রবিবার বিকাল থেকে জকিগঞ্জ বাসস্ট্যান্ডে যথারিতি সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা উত্তর জামায়াতের আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ইসলামি বক্তা টিভি আলোচক ডা. মুহাম্মদ হুমায়ুন কবির, সিলেটের পাঠানটুলা শাহজালাল জামেয়া কামিল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার ও গোবিন্দগঞ্জ ফাজিল ডিগ্রীর মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী ও জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাশুক আহমদ।
মাহফিলে সভাপতিত্ব করবেন জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামির নায়বে আমীর ও রাজনগর ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা খলিল আহমদ, জকিগঞ্জ পৌর জামায়াতের আমীর ইকবাল আহমদ, সহকারি সেক্রেটারি দেলোয়ার লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী ইমরান আহমদ প্রমুখ।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ তারেক আহমদ, সাংবাদিক এনামুল হক মুন্না, মাসউদ তরফদার, মোর্শেদ লস্কর, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য হাবিবউল্লাহ মিসবাহ, আব্দুস শহীদ শাকির, আজাদুর রহমান ও সাইফুর রহমান প্রমুখ।