টার্গেট গ্রুপের মালিকানায় প্রকাশিত হতে যাচ্ছে দৈনিক টার্গেট।একাধিক কাগজে কাজ করা ‘নেপথ্যের মানুষ’ মোঃ ছুন্নত আলী মল্লিক এ পত্রিকাটির সম্পাদক।
২০২৫ সালের দিকে পত্রিকাটি বাজারে আসবে বলে জানিয়েছেন মোঃ ছুন্নত আলী মল্লিক।ইতোমধ্যে পত্রিকাটিতে অনেকেই যোগদান করেছেন এবং ইতিমধ্যেই দৈনিক টার্গেট অনলাইনে জনপ্রিয়তা অর্জন করেছেন পাঠকের ভালোবাসা।
নতুন এ পত্রিকার বিষয়ে সম্পাদক মোঃ ছুন্নত আলী মল্লিক বলেন, এটি আমাদের দীর্ঘদিনের প্রস্তুতি।এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই।পত্রিকাটি হবে দল নিরপেক্ষ।তবে ‘দৈনিক টার্গেট’ দেশের চেতনায় শোষণমুক্ত রাষ্ট্র গঠনের স্বপ্নকে সমুন্নত রাখার প্রয়াসে থাকবে অঙ্গীকারবদ্ধ।
পত্রিকাটির সম্পাদক মোঃ ছুন্নত আলী মল্লিক ১৯৫০ সালের ১২ অক্টোবর সাতক্ষীরা শ্যামনগর উপজেলার এক সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেন।
১৯৭১ সালের ৭ মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাষনে উদ্বুদ্ধ হয়ে জন্মভূমিকে রক্ষা করতে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতের পিফা ক্যাম্পে ১৭ দিন ধরে থ্রি নট থ্রি রাইফেলের ট্রেনিং শেষ করেন তিনি।সেখান থেকে ভারতের টাকিতে মেজর জলিল, ক্যাপ্টেন নূরুল হুদা এবং মাহফুজ আলম বেগের সঙ্গে কাজ করার সুযোগ পান।ওই সময় তিনি শ্যামনগরের অধ্যক্ষ আব্দুল হক, চেয়ারম্যান আব্দুল হামিদ, সাবেক এমপি ফজুলল হক, সাতক্ষীরার কাশেমপুরের সাকাত আলী, খুলনার মোস্তফা, ক্যাম্প কমান্ডার এমসিএএমএ বারী একই সঙ্গে মুক্তিযোদ্ধা ট্রেনিং নেন।তিনি ২০১০ সালের ১ মার্চ থেকে মুক্তিযোদ্ধা ভাতা পেয়ে আসছেন।