বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতীয় হিন্দু পুরোহিত কর্তৃক কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং তাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় গলাচিপার উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার আয়োজনে জৈনপুরি খানকাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেজিস্ট্রার অফিসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে হিন্দু পুরোহিত ও বিজেপি নেতার বিচারের দাবিতে স্লোগান দেয় মুসল্লীরা।এসময় মিছিলে হাজারো তাওহীদি জনতা, মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষার্থীসহ সর্বসাধারণ অংশ নেয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা হুমায়ুন কবির, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি, হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপার সাবেক উপজেলা আমীর মাওলানা মুহাম্মাদ ইয়াহিয়া খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ জাকির হোসাইন, গলাচিপা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. দলিল উদ্দিন, গলাচিপা হেলিপ্যাট কওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি হিদায়াতুল্লাহ,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক,মাওলানা মুহাম্মাদ শফিকুল ইসলাম, গলাচিপা হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মানসুরুল হক ও কলেজ পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. নুরুজ্জামান প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা বলেন, রাসুল (সঃ) কে নিয়ে কটূক্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে।বিশ্বের নেতা ও নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অপমান মুসলমানরা মেনে নিবে না।বিগত দিনেও মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেওয়া হবে না।ভারতের ধর্মীয় প্রচারক রামগিরি রাসুল (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন।
এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা।তাদের চরম মূল্য দিতে হবে মুসলমানদের কলিজায় আঘাত করেছে তারা।
এসময় বক্তারা জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।