শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলা বিএনপি’র আয়োজনে পূজা উৎযাপন কমিটির সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে গোয়ালন্দ মোড় বিএনপি’র আঞ্চলিক কার্যালয় চত্বরে ৭৮টি পূজা উদযাপন কমিটির সভপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পূজা উদযাপনের ১০ দিন আগ থেকেই উৎসব শুরুর ঘোষণা দেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিটি পূজা মন্দিরে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পাহারা প্রদানের জন্য কমিটি করার ঘোষণা দেন।
এছাড়াও সভায় আসন্ন দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতার জন্য হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করা হয়। সেইসাথে দলের পক্ষ হতে উপজেলার সকল পূজা মন্ডপগুলোতে প্রশাসনের পাশাপাশি দলের পক্ষ হতে সার্বিক নিরাপত্তা ও সহযোগীতা দেয়ার ঘোষনা দেয়া হয়। পূজার আগে এ ধরনের আয়োজন করায় হিন্দু নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আবুল হোসেন গাজীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন আহবায়ক মো. রেজাউল করিম খান ও যুগ্ন আহবায়ক মো. জাহাঙ্গীর আলম মুন্সির সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম বাবু, কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম- আহ্বায়ক এ্যাড. মো. আসলাম মিয়া বক্তব্য রাখেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহম্মেদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, রাজবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সাধারণ সম্পাদক মো. শাহিন, রাজবাড়ী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুজিত কুমার নন্দী,সহ-সভাপতি কাত্তিক চন্দ্র মন্ডল সহ সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারন সম্পাদক সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
এসময় বক্তব্যে এড. মো. আসলাম মিয়া বলেন, আজকের সভায় আপনারা এসে চিরকৃতজ্ঞ করেছেন, খুশি করেছেন। আমরা যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ। হিন্দুরা মনে করে আমরা সংখ্যালঘু, কিন্তু আমি /আমরা ও আমাদের দল কখনো কোন জাতিকে বা ধর্মকে সংখ্যালঘু মনে করেনা। আমরা সংখ্যালঘু বা এই শব্দটা জাদুঘরে পাঠিয়ে দিবো। আপনারা সবাই মানুষ। আমরা যে যার ধর্ম সঠিক মতো পালন করবো। আপনারা কখনো সংখ্যালঘু নিজেদেরকে মনে করবেন না।
তিনি আরও বলেন, আমি আদর্শের কারনে রাজনীতি করি, আমি রাজনৈতিক ব্যবসায়ী নই। আমি রাজনীতি করে মিলের মালিক, গাড়ির মালিক, প্লটের মালিক হতে চাইনা, আমি আসছি রাজবাড়ীর মানুষের সেবা করতে। দুরদিনে যখন রাজবাড়ী থেকে দুই নেতা চলে গিয়েছিলো তখন আমি, খালেক ভাই, হারুন ভাই, লিয়াকত ভাই, কামরুল ভাই দলের হাল ধরেছিলাম।যে ১৬টি বছর আমার/আমাদের উপর নির্যাতন হয়েছি সেটা আমি ভাষায় বলতে পারবোনা।আল্লাহ এখনো আমাদের সুস্থ রেখেছেন, আমি সহ আমরা সকলের কাছে দোয়া চাই।
আলোচনা সভা শেষে রাজবাড়ী জেলা বিএনপি’র পক্ষ থেকে সদর উপজেলার ৭৮টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ১ লক্ষ টাকা সহযোগিতা প্রদান করা হয়।