এমন তো কথা ছিল না
হাসু কবির
এমন তো কথা ছিল না
ভালোবেসে দিবে বেদনা
সানাইয়ের সুরে সুরে চলে যাবে বহুদূরে
খুঁজে নিবে নতুন ঠিকানা।।
স্বার্থ পেয়ে ভেঙে দিলে আমার সরল মন
ঘটা করে দুঃখ দিতে করলে আয়োজন।।
ভালোবাসার নামে তুমি করলে নিঠুর ছলনা।
এমন তো কথা ছিল না ভালোবেসে দিবে বেদনা।।
সুখের বাসর গড়লে তুমি পরকে বুকে নিয়ে
সরল মনে অবিশ্বাসের গরল ঢেলে দিয়ে।।
বুকের ভেতর দিয়ে গেলে কী যে মরণ যন্ত্রণা।
এমন তো কথা ছিল না ভালোবেসে দিবে বেদনা।।
এমন তো কথা ছিল না
ভালোবেসে দিবে বেদনা
ঐ,,,,,,,,