শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নে মানববন্ধন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখা।

শ‌নিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে জকিগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সাম‌নে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জকিগঞ্জ উপজেলা শাখার সধারণ সম্পাদক মাজহারুল হক সাজুর সঞ্চালনায় সহকারী শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও মর্যাদাসম্পন্ন করতে ১০ম গ্রেডের ন্যায্য দাবি জানিয়ে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক আব্দুল হালিম, আব্দুল হক, সাহাবুদ্দিন, মাসুদ আলম, দিপ্তী বিশ্বাস, ইউনুস আলী, মোক্তার হোসেন, আব্দুল বাছিত, জামিল আহমদ, মারুফ আহমদ সুমন, মো আল আমিন, রুবেল আহমদ, তারেক খান, আফজল হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১০ম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল ১৩তম থেকে ১২তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে।এটা প্রহসন, আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করিসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান অথচ বেতন গ্রেড ১৩তম।

স্নাতক সম্পন্ন করে নিয়োগ পাওয়া একজন শিক্ষক কেন ১০ম গ্রেড পাবেন না প্রশ্ন রেখে বক্তারা আরও বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা ডিপ্লোমা সম্পন্ন করে নিয়োগপ্রাপ্ত হয়েও ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন।কিন্তু আমরা মাস্টার্স-ডিগ্রী যোগ্যতা নিয়েও আমরা বঞ্চিত।বর্তমানে ২০১৫ সালের বেতন কাঠামোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের জীবনমানের স্বাভাবিক ধারা বজায় রাখতে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে।যা বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার মাধ্যমে কিছুটা সমাধান সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com