শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

স্বৈরাচারি হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা সকলে পালিয়ে যায়নি : মাওলানা মোস্তফা কামাল

যেদিন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের বক্তব্যের শুরুতে জামায়াত আমীরের নাম প্রথম উচ্চারণ করেছেন, সেদিন থেকেই জামায়াতে ইসলামী নামক এই দলটির তার অতীতের সকল গ্লানী মুছে অন্যন্য এক উচ্চতায় মহাণ রব নিয়ে গেছে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর অঞ্চল টিম সদস্য ও ভোলা জেলার সাবেক আমির মাওলানা মোস্তফা কামাল বলেছেন, দেশের ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের কারনে স্বৈরাচারি হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা সকলে পালিয়ে যায়নি; ফ্যাসিবাদের পেতাত্মারা এখনো দেশের বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে বসে আছে।বিগত সাড়ে ১৫ বছরে ফ্যাসিবাদের দোসররা সারাদেশে অনেক ডালপালা বিস্তার করেছে।ঘাপটি মেরে থাকা এসকল সবাই এই টেরিটরিতে এখনো রয়েছে।এরাই বিপ্লব পরবর্তী সময়ে সেনাবাহিনীর অভ্যন্তরে সেনা ক্যু করার চেষ্ঠা করেছিলো।যেখানে থেকে আর্মি চীফ ঝুকিপূর্ণ দায়িত্ব নিয়েছে সেখানেও প্রতিবিপ্লবের অপতৎপরতার চেষ্ঠা চালিয়েছে ফ্যাসিবাদের দোসররা।

কাঁঠালিয়ায় বাছাইকৃত জামায়াতকর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবিরের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে অঞ্চল টিম সদস্য ও সাবেক আমির ভোলা জেলা মাওলানা মোস্তফা কামাল এসব কথা বলেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঁঠালিয়া উপজেলা শাখার উদ্যোগে কাঁঠালিয়া উপজেলা অডিটোরিয়ামে এই শিক্ষা শিবির কর্মসূচী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঁঠালিয়া উপজেলা শাখার আমীর মাষ্টার মজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর ঝালকাঠি এ্যাডভোকেট হাফিজুর রহমান, নায়েবে আমীর এ্যাডভোকেট বি এম আমিনুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, ঝালকাঠি জেলাসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও ৬০ জন রোকনসহ ৪০০ জন ডেলিগেট।

দিনব্যাপী শিক্ষা শিবিরে দাওয়াতে মুমিন জীবনের মিশন, ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলী, ইসলামী আন্দোলনে কর্মীদের ব্যবহারিক জীবন, বর্তমান সময়ে সংগঠন মজবুতীকরণ ও সম্প্রারণে তৃণমূল নেতাকর্মীদের দায়িত্ব ও কর্তব্য, চরিত্র গঠনে মৌলিক উপাদান, ইসলামী আন্দোলনে কর্মীদের ত্যাগ ও কুরবানি, বাইয়াতের গুরুত্ব, পদ্ধতি ও প্রয়োজনীয়তা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট্যরা।

প্রশিক্ষণে ৫ আগষ্ট শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনা করে দেশ ও উম্মার শান্তির জন্য দোয়া মোনাজাত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com