বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
অজান্তেই তোমাকে খুঁজি

গোলাপ মাহমুদ সৌরভ:
- আপডেট সময় : ১০:২৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে

অজান্তেই তোমাকে খুঁজি
গোলাপ মাহমুদ সৌরভ
হারিয়ে গেছে সেই দিনগুলো
স্মৃতির অকপটে বারান্দার প্রেম,
আজও হিজলের বুকে অক্ষত আছে
খোদাই করা তোমারি লেখা নাম।
হিজল বনে গাছের আড়ালে লুকিয়ে
তোমাকে দেখিতাম নয়ন ভরে,
তুমি বারান্দায় বসে পুতুলের ছলে
অপলক জানালার গ্রিল ধরে।
তুমি আমি আজ দূরত্বের বহুদূরে
মাঝে মাঝে তোমার স্মৃতির অকপটে
নিজের অজান্তেই তোমাকে খুঁজি,
শুকনো পাপড়ি গুলো স্মৃতির মলাটে।