শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

গোয়ালন্দে চরমপন্থী নেতা সুশীল হত্যাকান্ডে দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাটাখালী বাজারে নিষিদ্ধঘোষিত চরমপন্থী পূর্ব বাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা সুশীল কুমার সরকার (৫৮) হত্যার ঘটনায় আরো ১জন সহ মোট ২ জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

থানা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বিএনপি’র বটতলা এলাকা থেকে সন্দেহভাজন আসামী মো. আশিকুল শেখ ওরফে ভাষাণ শেখ কে (২৮) গ্রেপ্তার করা হয়।

ভাষাণ শেখ উপজেলার উত্তর চর পাঁচুরিয়া গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে।

এর  আগে গত ২৪ সেপ্টেম্বর বরাট বাজার এলাকা থেকে জনি মোল্লা (৩৪) নামের আরেক জনকে গ্রেপ্তার করে পুলিশ।সে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাঁচরন্দ গ্রামের কালাম মোল্লার ছেলে।

তাদেরকে ৭ দিনের রিমান্ড আবেদন করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্য, রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাটাখালী বাজারের চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।

তিনি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের উত্তর হাউলি কেউটিল গ্রামের মৃত মনি সরকারের ছেলে।নিহত সুশিল রায়ের বিরুদ্ধে তিনটি অস্ত্র ও দুটি হত্যা মামলা রয়েছে।এ ঘটনার পর এলাকা এখনো থমথমে।আশপাশের লোকজনের মধ্যে ভর করেছে আতঙ্ক।

চা–দোকানি ইমদাদুল বেপারী বলেন, সন্ধ্যার আগে অপরিচিত এক ব্যক্তিকে নিয়ে সুশীল চা খেতে বসেন।চা পান শেষে সিগারেট চাইলে পাশের দোকান থেকে সিগারেট এনে দেন তিনি।এরপর অদূরে রাস্তার ধারে নলকূপে পানি আনতে যান।এ সময় দোকানের ভেতর আরও কয়েকজন চা পান করছিলেন।পানি নিয়ে রাস্তায় ওঠার আগ মুহূর্তে গুলির শব্দ পান।ভয়ে তখন লোকজন দিগ্বিদিক ছুটতে থাকলে তিনিও ভয় পেয়ে যান।তাই আর দোকানের দিকে আসেননি।কিছুক্ষণ পর সন্ত্রাসীরা চলে গেলে তিনি দ্রুত দোকান বন্ধ করে বাড়ি চলে যান।এ সময় রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় সুশীল সরকার পড়ে ছিলেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহম্মদ রাকিবুল ইসলাম জানান, ঘটনার পরদিন গত ২৩ সেপ্টেম্বর তারিখে অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়।এরপর থেকে হত্যার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নামে।এরই ধারাবাহিকতায় সন্দেহভাজন হিসেবে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এ হত্যাকান্ডে জড়িত অন্যান্যদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তার করতে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com