দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চক এনায়েতপুর গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিট, থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি ভুক্তভোগী সরোয়ার হোসেন।
ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউপির চক এনায়েতপুর গ্রামের মৃত নুরুল ইসলাম এর পুত্র সরোয়ার হোসেন এর ফুলবাড়ী থানায় গত ১৭ই সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৬/০৯/২০২৪ইং তারিখ সোমবার সকাল সাড়ে ১১ টায় সরোয়ার হোসেন গরু ক্রয়ের জন্য পার্শ্ববতী আমবাড়ী হাটের উদ্দেশ্যে মাদিলা হাট বাজারে রফিকুল ইসলামের সারের দোকানের সামনে আসা মাত্র মোঃ নোহাশ (৩৩), পিতাঃ মোঃ মাসুদ মন্ডল, সাং-পশ্চিম গৌরীপাড়া, উপজেলা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর, মোঃ নাহিদ হোসেন, পিতা মৃত-নুরুল হক, সাং- চক এনায়েতপুর তারা পুর্বের শত্রুতার জের ধরে লাঠিসোটা নিয়ে সরোয়ার হোসেনকে বেদম মারপিট করে মারাত্মক আহত করেন এবং তার কাছে থাকা ৫২ হাজার টাকা জোর করে বের করে নেন অভিযুক্ত ওই দুই ব্যক্তি।স্থানীয় লোকজন ওইদিনে তাকে উদ্ধারে করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান।
সরোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় থাকায় সুযোগ বুঝে মাদিলাহাটে উল্লেখিত ব্যক্তিরা দলবল নিয়ে মার্কেট দখল করে নেন।
এই ঘটনায় মোঃ সরোয়ার হোসেন গত ১৭/০৯/২০২৪ ইং তারিখে দুইজনকে অভিযুক্ত করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।দুই সপ্তাহ পার হলেও ফুলবাড়ী থানার পুলিশ কোন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না।
এদিকে মোঃ সরোয়ার হোসেন সাংবাদিককে জানান, উক্ত মার্কেট আমার পৈত্রিক সূত্রে পাওয়া জমির উপরে নির্মাণ করেছি।গন অভ্যুত্থানের পর প্রতিপক্ষরা এই সুযোগ নিয়ে দলবল নিয়ে মারপিট করে আমার মার্কেট দখল করে নিয়েছে।আমি থানায় অভিযোগ করেও বিচার পাচ্ছি না।
অভিযোগ উঠেছে ফুলবাড়ী থানার কার্যক্রম চালু হলেও ফুলবাড়ী থানার পুলিশ ন্যায়সংগত কোন আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না।এতে সাধারন মানুষ বিচার পাচ্ছে না।
এই ঘটনায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি ঘটনা তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।