ভালবাসি মা
ওয়ালী উল্লাহ্
ভালবাসি মাগো তোমায়
বাঁচি তোমার জন্য
তোমার কোলে হেঁসে খেলে
জীবন আমার ধন্য।
ভালবাসি মাগো তোমায়
চাইনা কিছু অন্য
হারিয়ে গেলে মাগো তুমি
খুঁজবো হয়ে হন্য।
ভালবাসি মাগো তোমায়
চাইনা হাজার পূন্য
তুমি ছাড়া জীবন মাগো
থেকে যাবে শুন্য।
ভালবাসি মাগো তোমায়
তুমি ধরায় অনন্য
দামী তোমার ভালবাসা
নয়তো ভবের পন্য।
ভালবাসি মাগো তোমায়
তোমাতে হই সম্পুন্য
তোমার মুখের হাঁসি মাগো
হয়না যেনো চূণ্য।