সম্বল
তীর্থঙ্কর সুমিত
নিজেকে অটুট রেখে
প্রতিদিন ভেঙেছি আড়াল
নির্মল ঝিলের পাশে বসে
বাংলার রূপ দেখতে দেখতে
চাওয়ার হাত বাড়িয়েছি নদীর কাছে
সবুজ ঘাসে সকালের ঘুমকে দেখেছি
একান্তে স্বপ্ন দেখতে…
বাড়ির পেয়ারা গাছে
বেশ কিছুদিন হলো সেভাবে আর পাতা ঝরেনা
নতুন পাতায় ডাল ভরেছে
আমি একাকী তার সংরাগ দেখেছি
প্রক্রিয়াহীন জীবনে শুধু প্রতিক্রিয়াই সম্বল।