আমার সব মন্দ
দিলরুবা খানম সাথী
আমি অধম, কুৎসিত, সংকীর্ণ
তুমি উত্তম, সুন্দর, প্রশান্ত
আমি নির্দয়, উগ্র, ককর্শ
তুমি সদয়, সৌম্য, কোমল
আমি অশান্তি, উৎকণ্ঠা, উত্তপ্ত
তুমি প্রশান্তি, শান্তি, শীতল
আমি অজ্ঞ, মূর্খ, ধৃষ্ট
তুমি বিজ্ঞ, জ্ঞানী, নম্র
আমি কুটিল, বিশ্রী, ঔদ্ধত্য
তুমি সরল, সুন্দর, বিনয়
আমি ধ্বংস, অনন্ত, অলীক
তুমি সৃষ্টি, সান্ত, সত্য
আমি বাচাল, উচাটন, তিক্ত
তুমি স্বল্পভাষী, প্রশান্ত, মধুর
আমি বিষাদ, কান্না, স্থির
তুমি হর্ষ, হাসি, চঞ্চল
আমি কৃষ্ণ, নির্জীব, অধীর
তুমি শুক্ল, সজীব, ধীর
সখা সব ভালো গুণ তুলে নাও
তোমার সোনার তরীতে___
মন্দ যা আছে সবকিছু দাও আমারে
বিনিময়ে ঠাঁই দিও তোমার পরাণে।