কবিতার নাম : মায়ের চিঠি
কবির নাম : তাসরিন ইসলাম রিতু
সম্মানিত সুধী, আপনার প্রতি
গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন,
আমার কন্যা ছিল বোধ করি
গাজার রানির মতন।
ভাঙা বাড়ি, লাশের গন্ধ, খাদ্য সংকট
যতদূর আঁখি মেলি দিগন্তে,
ছোট্ট এই ভূখণ্ডটি পৌঁছেছে
ধ্বংসের দ্বারপ্রান্তে।
তবুও এই অচলাবস্থা হয়নি অন্তরায়
বন্দিনী এমিলিয়ার জন্য মানবিকতা রচনায়।
পূর্বের বহু ভ্রান্ত ধারণা
ক্রমশ হয়েছে ক্ষীণ,
মেঘমুক্ত চন্দ্রের দর্শনে
কেটেছে ৪৯ দিন।
বন্দি তো আমরা ছিলাম না
বরং ছিল কিছু সত্য,
আপনাদের সদয় আচরণ-
করল সঠিক ধারণায় উদ্ভাসিত।
ইসলাম অমুসলিমদের নির্যাতন
করে না কভু সমর্থন।
যুগে যুগে বিপথগামীরা
তুলে ধরেছে মিথ্যা চিত্র,
তাই বিশ্বে আমরা হতে পারিনি
পরস্পরের মিত্র।
গাজাবাসীর সর্বোন্নতি
জানাই তাই এখনই,
শুভকামনা আপনাদের প্রতি
ইতি ড্যানিয়েল অ্যালোনি।