উপহাস
ইমরান খান রাজ
যাচ্ছে চলে দিনটি আমার
যাচ্ছে চলে মাস
যাচ্ছে চলে রেলগাড়ীটা
করে হাজার সর্বনাশ !
যাচ্ছে চলে মেঘগুলো উড়ে
যাচ্ছে চলে বাস
হচ্ছে সবই এলোমেলো আজ
করিসনা তুই উপহাস !
যাচ্ছে চলে বয়সটা কমে
যাচ্ছে চলে হাসি
মিছেমিছির এই দুনিয়ায়
কেন বলিস ভালোবাসি !
প্রাক্তন শিক্ষার্থী, বি.বি.এস, পদ্মা সরকারি কলেজ, দোহার (ঢাকা)।