রাজশাহী জেলা আওয়ামী লীগের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন

- আপডেট সময় : ০৯:৫৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে

রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত ২৯ জানুয়ারীর বিশাল জনসভা অত্যন্ত শান্তিপূর্ণ এবং সফলভাবে সুসম্পন্ন হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ডিজিটাল বাংলাদেশের সফল রুপকার,স্মার্ট বাংলাদেশের দূর্বার স্বপ্নসারথী এবং স্বপ্নদ্রষ্টা,আধুনিক বাংলাদেশের উন্নয়ন-সমৃদ্ধি এবং অপ্রতিরোধ্য অগ্রগতির চমকিত সফল অগ্রযাত্রার বিশ্বনন্দিত রোলমডেল মানবিক নেতা,গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি’র দীর্ঘ ০৫ বছর পর রাজশাহীতে আসার শুভাগমনবার্তা পাওয়ার পরমূহুর্ত থেকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভাকে সুবিশাল জনসমুদ্রে পরিণত করার ক্ষেত্রে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের কেন্দ্রীয়, রাজশাহী বিভাগীয়, রাজশাহী জেলা, রাজশাহী মহানগর সহ রাজশাহী বিভাগ ও রাজশাহী জেলাধীন সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় সহ সর্বস্তরের নেতা-কর্মী এবং দলীয় সমর্থকবৃন্দ সকলের গভীর আন্তরিকতায় সফলভাবে সুসম্পন্ন হয় জনসমুদ্রতুল্য রাজশাহীর বিশাল জনসভা।
রাজশাহীর বিশাল জনসভা সফলভাবে সুসম্পন্ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের প্রতি গভীরভাবে ধন্যবাদ জ্ঞাপন সহ উক্ত তারিখ দিনমান রাজশাহীর সকল কর্মসূচিতে গভীর আন্তরিকভাবে সময় দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’কে গভীরভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা এবং ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।