আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোছাঃ পপি খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. হানিফ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পত্নীতলা শাখার সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র দে, পিআইও শোয়েব খান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন মন্দিরের সভাপতি ও সম্পাদকগণ, হিন্দু, বৌধ্য খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, সাংবািক সুধিজন প্রমূখ।
আসন্ন শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে উপজেলার ৮২ টি মন্দিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সভায় জানানো হয়।