বগুড়ার সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলামের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থানার ওসির কক্ষে এ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাঙা, সহ-সভাপতি মিশু, সহ-সাধারণ সম্পাদক আরিফ, আব্দুল্লাহ, লিমন ইসলাম, সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক মাফিউল ইসলাম জিহাদ, উপজেলা ছাত্রদলের সদস্য মহন, ফাযিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদল নেতা নাছিম আহম্মেদ, পৌর ছাত্রদল সভাপতি আশরাফুল ইসলাম রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রকি, কাজলা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, ফুলবাড়ি ছাত্রদল নেতা তৌহিদ, হাটশেরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা, আশিক, লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত আলোচনায় ছাত্রদলের নাম ব্যবহার করে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে কেউ যেনো ছাড় না পায় তারেক রহমানের এই বার্তা ওসি’র নিকট পৌছে দেয় উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ।