ঝালকাঠির রাজাপুর উপজেলা পর্যায়ে কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এবং পূজা উদযাপন কমিটির সাথে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনিযুক্ত ঝালকাঠি জেলা প্রশাসক, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর আশরাফুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, সহকারী কমিশনার ভূমি হাসান মোহাম্মদ সোয়াইব, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ শাহিদা শারমিন আফরোজ, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল হোসেন খান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল কর্মকারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ।