নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক শিক্ষকদের বৈষম্যের প্রতিবাদে এবং ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সকল প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার তারিক ইকবাল, প্রবিত্র কুমার প্রামাণিক, আমিনুল ইসলাম, শিক্ষক মিনহাজ উদ্দিন মিঠু, শাম্মী আক্তার, জহুরুল ইসলাম দুলাল, আব্দুল বাকির, সোলাইমান আলী বাঘা, সাখাওয়াত হোসেন সোহেল, আশরাফুজ্জামান, হাবিবুর রহমান সাবু, হারুনুর রশিদ, গোলাম মর্তুজা প্রমুখ।
পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি জমা দেন।