জকিগঞ্জের বহুল আলোচিত-সমালোচিত সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সমবায় সমিতি বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০২০) এর বিধি ১৪ ও বিধি ৩০ লঙ্ঘন করার দায়ে সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন স্থগিত করেছে উপজেলা সমবায় অফিস।আগামী ৩০ সেপ্টেম্বর সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল।
গত ১৮ সেপ্টেম্বর সিলেট জেলা সমবায় অফিসের সামনে মানববন্ধন করে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন স্থগিত করার জন্য জেলা সমবায় কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেন সমিতির সাধারণ সদস্যরা।
স্মারক লিপিতে সাধারণ সদস্যরা উল্লেখ করেন, ৩০ সেপ্টেম্বরের নির্বাচনের বিষয়ে সাধারণ সদস্যদের অবগত না করে গোপনে নির্বাচনের মাধ্যমে সমিতিকে একক ব্যাক্তির আধিপত্য কায়েমের লক্ষ্যে বিগত সৈরাচারি সরকারের দোসর, সমিতির সাবেক সভাপতি জাফরুল ইসলাম নিজের পকেট সমিতি করার পায়তারা করছেন।
তারই ধারাবাহিকতায় আজ জকিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ফখর উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন স্থগিত করা হয়।