ফুলপুর উপজেলা আনসার ভিডিপি’র উদ্যোগে ভিডিপি সদস্যদের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বওলা ইউনিয়ন পরিষদে অস্ত্রবিহীন এই ১০দিন ব্যাপি প্রশিক্ষণের অংশ হিসেবে অগ্নি নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ দেন ফুলপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আল আমিনের নেতৃত্বে একটি ইউনিট।এতে গ্রাম পর্যায়ের শিক্ষিত স্বেচ্ছাসেবী ৬৪ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।
ইউনিয়ন আনসার ভিডিপির দল নেতা রবিউল হক বাবু বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য-সদস্যাগণ ভিডিপি সংগঠন সম্পর্কে ধারনা লাভ করবে এবং ভিডিপি প্লা্টুনের সদস্য হিসেবে দায়িত্ব অন্তর্ভূক্ত হবে।
সংশ্লিষ্ট গ্রামের ৩২ জন পুরুষ এবং ৩২ জন মহিলার সমন্বয়ে গঠিত দু’টি প্লাটুনকে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয়।১০ দিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা প্রদান করা হবে।