নওগাঁর আত্রাইয়ে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী মকিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প.প. অফিসার ডা. রোকসানা হ্যাপি, ইউপ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, নাজিমুদ্দিন মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বরুণ কুমার সরকার, সাংবাদিক ওমর ফারুক প্রমুখ।
সভাপিতর বক্তব্যে ইউএনও বলেন, বৈষম্যহীন দেশে এবারে বৈষম্যমুক্ত পূজা উদযাপিত হবে।এ পূজার মধ্যদিয়ে প্রমাণিত হবে আত্রাই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উপজেলা।এ জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।