সারিয়াকান্দি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাঙ্গন ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ২০২৫ সালে দাখিল ও আলিম পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার হলরুমে সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল আলম।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওঃ নুরুল আলম বলেন, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে।তাই অভিভাবকগণ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি করতে হবে।
সমাবেশে সহকারি অধ্যাপক (বাংলা বিভাগ) রেজাউল করিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আবুল কাশেম।
এছাড়াও বক্তব্য রাখেন,সহকারি অধ্যাপক (আরবি) মোখলেছুর রহমান, প্রভাষক (আরবি বিভাগ) মোঃ বোরহান উদ্দীন, (ইংরেজি বিভাগ) সাদিকুর রহমানসহ এসময় অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ১০ম শ্রেনীর শিক্ষার্থী মুলসারিম।