উপজেলা যুবদলের নাম ব্যবহার করে যারাই চাঁদাবাজি দখলবাজিসহ যেকোনো ধরনের বিশৃঙ্খলা করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না।
আজ বুধবার সারিয়াকান্দি উপজেলা যুবদলের উদ্যোগে বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ার জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি সভাপতিত্বের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এছাড়াও মহিদুল ইসলাম মুন্সি বলেন, যদি কেউ কোনো চাঁদাবাজি,নাশকতা ও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকেন তার দায়ভার উপজেলা যুবদল নেবে না।যারা এগুলোতে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাসহ আইনি ব্যবস্থাও নেয়া হবে।
সভায় সিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনির পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক এম রুবেল আলম, আলিউল ইসলাম বাবু, পৌর যুবদলের সভাপতি মাহমুদুল হাসান সৈকত, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, সদস্য রবিউল ইসলাম লিটন, ফরহাদ হোসেন, আব্দুল আল মামুন, মমিন সরকার, রব্বানী,সাদিক, উজ্জল হোসেনসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।