খুলনার পাইকগাছায় খুনি হাসিনা ও তার দোসরদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলাপির উপর হামলা ও ক্রীড়া সম্পাদক শওকত আলী দীদার হত্যার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় চাঁদখালী ইউপির প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদখালী বাজারে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চাঁদখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল মজিদের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোল্লা ইউনুস আলী।
উপস্থিত ছিলেন, আয়ুব আলী, তানু খান, হাফিজুল ইসলাম, রবিউল ইসলাম, হাফিজুল ইসলাম, গোলাম হোসেন, ফারুক হোসেন, আব্দুল্লাহ সরদার, ইয়াসিন সরদার, রবিউল ইসলাম, দিদারুল আলম, মাহফুজুর রহমান, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, জিহাদুল ইসলাম, বিল্লাল হোসেন, মোহাম্মদ হোসাইন, তরিকুল ইসলাম, সাঈদী, ইমরান হোসেন, আমিনুল ইসলাম, আজম সরদার, মোহাম্মদ আবু হাসান, মোঃ শাহাদাত হোসেন, হারুন সরদার, নূর মোহাম্মদ, মোহাম্মদ কাজল, সবুজ সরদার সহ দলীয় অনন্য নেতাকর্মীবৃন্দ এ উপস্থিত ছিলেন।