বিএনপিতে আওয়ামী লীগের লোকজনের অনুপ্রবেশ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু বলেছেন, অতীতে আওয়ামী লীগের যারা চাঁদাবাজি করছে, মানুষকে অত্যাচার করছে, যারা হুমকি দিয়েছে, ভয়-ভীতি দেখিয়েছে তাদের ঠাই বিএনপিতে হবে না।
গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে নয়ারহাট গণবিদ্যাপিঠ স্কুল এন্ড ককেজ মাঠে শারদীয় দুর্গোৎসব ২০২৪ উৎযাপন উপলক্ষে এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন।
এর আগে, ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত দুইজনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক খোরশেদ আলম, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি লিংকন মাহামুদ হান্নান, আশুলিয়া থানা পূজা উৎযাপন কমিটির যুগ্ম-সম্পাদক দিলীপ দাস, পাথালিয়া ইউনিয়ন পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক বিদ্যুৎ মাষ্টার, পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম প্রমূখ সহ বিএনপি ও এর অংগসংগঠনের নেতাকর্মী।