স্পেন বার্সেলোনা মজলিসু দাওয়াতুল হক এর উদ্যোগে গতকাল ২৪ অক্টোবর মঙ্গলবার বার্ষিক শিক্ষা সফরের আয়োজন করে।
মজলিসু দাওয়াতুল হক্বের সভাপতি মোহাম্মদ শিব্বির আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাও বদরুল হক ও হাফিজ রেজাউল করিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সকাল ১০ ঘটিকায় রাভাল দে রামলা সকল সদস্যগণ উপস্থিত হন।পবিত্র কোরআন তিলওয়াত ও দোয়ার মাধ্যমে শিক্ষা সফরের যাত্রা শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শরিফ উদ্দিন আজাদ সাহবে।এসময় আরও উপস্থিত ছিলেন, মজলিসু দাওয়াতুল হক্বের সভাপতি মোহাম্মদ শিব্বির আহমদ, সাধারণ সম্পাদক মাও বদরুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মাজিদ, সহ সাধারণ সম্পাদক খলিলুর রহমান, অর্থ সম্পাধক রেজাউল করিম, প্রচার সম্পাদক জাকির হোসাইন, সিনিয়র সদস্য হাফিজ মাসহুদ আহমদ, সদস্য হুসেন আহমেদ, খলিল আহমে প্রমুখ।
এ শিক্ষা সফরের সার্বিক তত্বাবধানে ছিলেন মজলিসু দাওয়াতুল হক্বের সাধারণ সম্পাদক মাওলানা বদরুল হক।