ঝালকাঠিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্বে করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান।
আগামী ৯ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে।এ বছর জেলার ৪টি উপজেলার ১৫৭টি মন্ডপে পুজা উদযাপিত হবে।
সভায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নানা পরিকল্পনা করা গ্রহণ হয়।সভায় বলা হয়, দেশে সংখ্যালঘু বলে কিছু নেই।সবাই বাংলাদেশি।ধর্মীয় রীতি পালনে প্রত্যেকের সমান অধিকার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডাঃ এইচএম জহিরুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক অলোক সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি এড. তপন রায় চৌধুরী।
এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।