হৃদয়ে রক্তক্ষরণ
রোজী সিদ্দিকী
মনের গভীরে রক্তক্ষরণ
যে রক্তের ধারা কেউ দেখে না,
কেউ বুঝতে পারে না।
তোমার রেখে যাওয়া স্মৃতির কাঁটা গুলো
আমার জীবন কে করে দিয়েছে এলোমেলো,
কথার অন্ধকারে ডুবে গেছি আমি।
বিষন্নতা, বেদনা নিয়ে করছি বাঁচার সংগ্রাম।
জানি,তুমি ও জানো তুমি ভুলে গেছ আমাকে,
অথচ আমার অস্তিত্ব তোমার বুক পকেটে ছিলো।
তুমি বলেছিল, ‘তুমি আমার মধুর বেদনা’
তাহলে আজ কোথায় সে মধুরতা?
কোথায় সেই ভালোবাসার শ্বাশত প্রতিশ্রুতি?
নাকি সবই ছিলো মিথ্যে?
তোমার ভালো বাসা কি ছিলো-
শুধুই ছলনার মায়াজাল?
বদলে গেছ তুমি, বদলে গেছে সময়
তোমার ভালো বাসার প্রতিশ্রুতি
আজ পরিনত হয়েছে শুধুই শূন্যতায়।
আমাদের সেই স্বপ্নের রাজ্যে ঘুরে এলাম আমি একা
যেখানে তুমি নেই,,আছে কেবলই দূরত্ব।
আমার হৃদয়ে রক্ত ক্ষরণ জমাট বেঁধে আছে
যা কখনো মুছবে না,শুকাবেনা কোনো দিন।
তবুও তুমি ভালো থেকো প্রতিটি দিনের আলোয়,
প্রতিটি রাতের অন্ধকারে।
তোমার জন্য থেকে যাবে আমার
অগণিত শুভকামনা,
আমার হদয়ের নীরব কণ্ঠে।