খুলনার পাইকগাছার লতা ইউনিয়নের কাঠামারী বাজার সার্বজনীন দুর্গাপুজা উদযাপন কমিটির সাথে উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কাঠামারী বাজার মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জগদিশ চন্দ্র মন্ডল।
সন্ত্রাস, চাঁদাবাজী ও নৈরাজ্যের প্রতিবাদ ও সুষ্ঠু সুন্দরভাবে পুজা উদযাপন করার লক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম এনামুল হক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ।
বক্তব্য রাখেন, যবুদল নেতা ইমরান সরদার, চিত্ত রঞ্জন রায়, সজিত কুমার মন্ডল, ফয়সাল রাশেদ সনি, ইব্রাহিম গাজী।
এসময় উপস্থিত ছিলেন, বুলবুল আহমেদ, মিনারুল ইসলাম, সুমন আহমেদ, বাবলু সরদার, ইব্রাহিম গাজী, আব্দুর রশিদ গাজী, মনিরুল গাজী, আবু তুহিন, মিঠু সানা, তৈয়বুর গাজী, মীর রুবেল, সোহাগ হাওলাদার, আবু হানিফ গাজীসহ দলীয় অনন্য নেতা কর্মী এ সময় উপস্থিত ছিলেন।