মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ডের প্রতিনিধি সম্মেলন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে জয়পুর পূর্ব জোয়ার আংকুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক, করেরহাট ইউনিয়ন যুবদল নেতা আলাউদ্দিন ভূঁইয়া ও ১নং ওয়ার্ড যুবদল নেতা গিয়াস উদ্দিন সাকিবের যৌথ সঞ্চালনায় ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজ্বী সলিম উল্ল্যাহ্র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এয়াছিন মিজান, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলু, যুগ্ম আহবায়ক আবুল হোসেন মিয়া সওদাগর, সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সিরাজ, যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব, সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ নুরু মেম্বার, বারইয়ারহাট কলেজে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মাহমুদ, করেরহাট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল মুরাদ, করেরহাট ইউনিয়ন যুবদলের আহবায়ক জামশেদ আলম ফারুক, করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোতাহের হোসেন রাসেলসহ করেরহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।