সন্ত্রাস ও মাদকের কোন ছাড় নেই সতর্ক করে দিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান ও থানা অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী।
উপজেলা প্রশাসনের আয়োজনে ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় বদলগাছী উপজেলা অডিটোরিয়ামে দুর্গা পুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।এতে বদলগাছী উপজেলার ১০২ টি পুজা মন্ডপের সভাপতি সাঃ সম্পাদক উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনায় আইনশৃঙ্খলা বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়।
বদলগাছী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, গন্যমান্য ব্যক্তি ও সাংবাদিকগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।