রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আউটসোর্সিং ও দৈনিক মজুরীভিত্তিক কর্মচারীদের বয়স শিথিল করে চাকুরী স্থায়ী করণের ১ দফা দাবী আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাকাব আউটসোর্সিং ও দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারী কল্যণ পরিষদ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে এই কর্মসূচি পালন করেন রাকাব আউটসোর্সিং ও দৈনিক মজুরী কর্মচারীরা।
বিগত সরকারের আউটসোর্সিং নীতিমালা ২০১৮ আইন বাতিল, দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের বয়স শিথিল করে চাকুরীতে বহাল রাখাসহ মানববন্ধনে ৭দফা দাবী জানানো হয়।
মানববন্ধন শেষে উপস্থিত আন্দোলনকারীরা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনের বক্তারা বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আউটসোর্সিং ও দৈনিক মজুরী ভিত্তিতে প্রায় ১০০০ জন কর্মচারী দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি।জনবল কম থাকায় তাদেরকে ২৪ ঘন্টা শ্রম দিতে হয়।বিনিময়ে আমাদের কোন অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করা হয়না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিরাপত্তা প্রহরী হুমায়ুন কবীর জিয়া, মো: রবিউল ইসলাম, মো: রাশেল, লিটন কুমার শাহা-অফিস সহায়ক প্রধান কার্যালয়, মোজাম্মেল হক-সদস্য, জিন্না ইসলাম, শফিকুল ইসলাম, আশিক রনিসহ রাকাবের চুক্তিভিত্তিক বিভিন্ন পর্যায়ের কর্মচারী।