বৈষম্য দূরীকরনে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন, জাতীয়করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মাধ্যমিক স্তরের বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার এ কর্মসূচির আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গোয়ালন্দ প্রপার হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মসূচীতে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাফফর আহমেদ, জামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া, আক্কাস আলী হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত হোসেন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক আবুল কাশেম প্রমূখ।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষক অংশগ্রহন করে।মানববন্ধন শেষে শিক্ষকরা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, মাধ্যমিক পর্যায়ে বেসরকাররি মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।তাদের দাবী না মেনে নেওয়া পর্যন্ত তাঁরা তাদের দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাবেন।