বেসরকারি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ চার দফা দাবীতে ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা ও সিনিয়র সচিব বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের শতাধিক শিক্ষক।
স্মারকলিপিতে বেসরকারী এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, ৬ষ্ঠ গ্রেড ভুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদোন্নতি, সেসিপ প্রজেক্টের জনবল রাজস্ব খাতে স্থানান্তর ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের প্রস্তাবনা তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, বৈষম্যরিবোধী সম্মিলিত শিক্ষক সমাজের জেলা সমন্বয়ক মুকুল মিয়া, আসাদুজ্জামান সরকার ও সদর উপজেলা সমন্বয়ক রাশেদুজ্জামান তাওহীদ, আদম আলী প্রমুখ।