গত ১৮ সেপ্টেম্বর/২৪ দৈনিক করতোয়া পত্রিকায় ‘উলিপুরের জমি নিয়ে বিরোধে মারধর স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্র লুটের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শফিকুল হায়দার, শামীম হায়দার, লুৎফুল হায়দার (সোহেল) সহ সংবাদে জড়িত সকলেই।
প্রতিবাদ লিপিতে তারা দাবি করেন, প্রকাশিত সংবাদে তাদেরকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও সামাজিকভাবে আমাদেরকে হেঁয়-প্রতিপন্ন করার জন্য এমন সংবাদ প্রকাশ করা হয়েছে।
এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তারা বলেন, প্রকৃত ঘটনা হলো আমাদের বড় ভাই মৃত রশিদুল হায়দার এর মেয়ে ইশরাত জাহান স্মৃতির সঙ্গে পৈতৃক জমি জমা নিয়ে বিরোধ চলমান এবং কুড়িগ্রাম জজকোর্ট এ মামলা বিচারাধীন রয়েছে।যার তদন্তভার কুড়িগ্রাম জজকোর্ট হতে উলিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর নিকট দেওয়া হয়েছে।
এমতাবস্থায় আমাদের ভাতিজী ইশরাত জাহান স্মৃতি গং বুঝতে পারে যে মামলার রায় তাদের বিপক্ষে যাচ্ছে হেতু তারা মিথ্যা ও কাল্পনিক তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছেন।কাজেই আমাদের ভাইদের বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তা সবই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক, হয়রানিমূলক এবং সম্মানহানিকর।এসব সংবাদ প্রকাশ করে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করা হয়েছে।আমরা এ ধরনের কাল্পনিক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।