সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন শামীম পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থীতার আগাম ঘোষনা করেছেন।
আজ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদে অবস্থিত তার নিজস্ব প্রতিষ্ঠান মেসার্স অভিলাষ ডেইরী ফার্মে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী শাহজাদপুর পৌর নির্বাচনে আগাম মেয়র প্রার্থীতা ঘোষনা করেন বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন শামীম।
তার এই আগাম প্রার্থীতা ঘোষনা সাংবাদিকদের প্রচারের মাধ্যমে শাহজাদপুর পৌরবাসীকে জানান দেয়ার উদ্দেশ্যেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় শাহজাদপুরে কর্মরত কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিনি ১৯৭৯ সালে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু হয়, পর্যায়ক্রমে ছাত্রদলের দপ্তর সম্পাদক, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক, সভাপতিও ছিলেন।পরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এবং পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতির দ্বায়িত্ব পালন করেন।
১৯৯৩ সালে শাহজাদপুর পৌর নির্বাচনে মেয়র প্রার্থীতা ঘোষনা করেন।পরে একজন সিনিয়র প্রার্থী থাকার কারনে সিরাজগঞ্জ জেলা বিএনপির বিশেষ আহবানে তিনি নির্বাচন থেকে সরে দাড়ান।২০১৮ সালে সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করতে চাইলে মনোনয়ন জমা দেওয়ার জন্য যাওয়ার সময় তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে।