শিক্ষায় বৈষম্য দূরীকরণে সকল এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুল শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে দুমকি উপজেলা এমপিও ভুক্ত বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষা পরিবার।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাকা-বাউফল মহাসড়কের দুমকি উপজেলা পরিষদের প্রধান গেট সংলগ্ন আয়োজিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, দুমকি উপজেলা বেসরকারি স্কুল ও কলেজ সমন্বয় কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, সালামপুর আমিনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আতম অলিউল্লাহ, আঙ্গারিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রব জোমাদ্দার, মুরাদিয়া বশির উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম ইউছুফ আলী ও চরগরব্দী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আমির হোসেন হাওলাদার প্রমুখ।
এসময় উপজেলার সকল এমপিও ভুক্ত বেসরকারি স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রধান ও শিক্ষক প্রতিনিধি উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে স্কুল, মাদ্রাসা ও কলেজ শিক্ষক প্রতিনিধি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এক স্বারকলিপি মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর প্রদান করেন।