দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৯ জানুয়ারী) বেলা ১১টায় ফিতা কেটে নব- নির্মিত ঐ ভবন উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি।
উদ্বোধন শেষে অত্র প্রতিষ্ঠানের প্রভাষক ফিরোজ কবির চৌধুরী প্রিন্সের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আজিজুল মেম্বার, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, দাউদপুর ইউপি চেয়ারম্যান আহসান হাবিব, শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার সর্বশ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।